ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে ট্রেন দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শওকত আলী (৬০)। তিনি মৃত ইউসুফ আলীর ছেলে এবং পূর্বে গদখালী বাজারে কাপড়ের ব্যবসায়ী ছিলেন। বেশ কয়েক বছর আগে এক দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি এবং হুইলচেয়ারে চলাফেরা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই থাকা রেললাইনের কাছে চা খেতে বের হয়েছিলেন শওকত আলী। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেল পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক আমিনুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।